ভালুকায় ওসির অবদান


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ভালুকায় মডেল থানার ওসির (অফিসার ইনচার্জ) মোঃ মামুন-অর-রশিদ এর বদৌলতে এক গরীব দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা নারী তার চোখের আলো ফিরে পেয়েছেন। জানা যায়, ওসি মোঃ মামুন-অর-রশিদ সম্প্রতি ঐ নারীর চক্ষু চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেন । ওসি ওসি মোঃ মামুন-অর-রশিদ অনুকরনীয় , অনুসরনীয় দৃষ্টান্ত । বাংলাদেশের আরও অনেক ওসি এই ভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাড়াবেন এই কামনা সকলের ।
Previous
Next Post »
Powered By Blogger