মনোনেশ দাস ,বৃহস্পতিবার ১৪ মে ২০১৫ : টাঙ্গাইলে নিহত মোশাররফের ময়মনসিংহে বাড়িতে কান্নার রোল । টাঙ্গাইলের মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত মেধাবী ছাত্র মোশাররফ হোসেন (২৫) প্রতিপক্ষ ছাত্রদের হামলায় গতকাল বুধবার নিহত হন । ময়মনসিংহে মুক্তাগাছায় মানকোন ইউনিয়নের মুজাটি চরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি । মৃত্যুর খবরে মুক্তাগাছায় নেমে আসে শোকের ছাঁয়া । চলছে কান্নার রোল । মুক্তাগাছা শহরের একটি প্রাইভেট ক্লিনিকের কর্মচারী তার পিতা শহীদ । শহীদ জানান, বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে মোশাররফের মুঠোফোনে কল করি । মোবাইল রিসিভ করে মণির নামে একজন । মণির তাকে ফোনে বলে, তোর পোলা জাওড়া ছিলো তাই তারে আমরা মাইরা ফালাইছি । মোশাররফের মা গৃহিনী সেলিনা খাতুন জানান, প্রতিদিন সকালে ফোন করে মোশাররফের খোঁজ খবর নেই । গতকালও ফোন করি । পত্তুত্তরে সে বলেছে , আম্মা আমার চিন্তা করো না আমি ভালো আছি ।মোশাররফের একমাত্র ছোট ভাই ৭ম শ্রেনীর ছাত্র আজিজুল্লাহ আল মারুফ বলেন, ভাইয়া আমাকে খুবই আদর করতেন । এই বলে বাড়ির সকলে কান্নায় ভেঙ্গে পড়ছেন । বার বার মূর্ছা যাচ্ছেন মা । মোশাররফের পারিবারিক সূত্র জানায় ,বুধবার রাতে মোশাাররফের লাশ ঢাকা জেলার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলো । আজ বৃহস্পতিবার তার লাশ মুক্তাগাছার মুজাটিতে আনা হবে । এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : নিহত মোশাররফ, ক্রন্দনরত নিহত মোশাররফের বাবা মা
EmoticonEmoticon