মুক্তাগাছায় স্কুলভিত্তিক ইন্টারনেট


মনোনেশ দাস , ১৪ মে, ২০১৫ ,বৃহস্পতিবার :মুক্তাগাছায় স্কুলভিত্তিক ইন্টারনেট । ময়মনসিংহে মুক্তাগাছায় বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের মাঝে “সবার জন্য ইন্টারনেট” (i-gen-2015) এর “বি” ক্যাটাগরির মোট ১৫টি স্কুলে (একটি স্কুল ব্যতিত) কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। এর আগে “এ” ক্যাটাগরিতে সারাদেশের সাথে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার মোট ১৬টি স্কুলে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও গ্রামীণ ফোনের সৌজন্যে উক্ত কর্মশালার সার্বিক পরিচালনা ও বিষয় ভিত্তিক আলোচনা করেন i-gen-2015 এর জেলা সমন্বয়কারী তাহ্মিনা শেখ ও মোঃ আবুল বাশার। সফরকারী হিসাবে সঙ্গে ছিলেন প্রথম আলোর ময়মনসিংহ ব্যুরো প্রধান কামরান পারভেজ ও দৈনিক হৃদয়ের বাংলা’র মুক্তাগাছায় ব্যুরো প্রধান মোঃ সাইফুজ্জামান দুদু। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো মনতলা উচ্চ বিদ্যালয়, হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ও জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে কিছু খাবার ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি করে দেয়াল ঘড়ি বিনামূল্যে বিতরণ করা হয়।
Previous
Next Post »
Powered By Blogger