মুক্তাগাছায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন । ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন অত্রাঞ্চলের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র“তি দিলেও অস্বাভাবিক লোডশেডিংয়ে চলতি বোরো মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে । রাত-দিন সমানতালে লোডশেডিংয়ের ফলে বর্তমানে চাষাবাদের পাশাপাশি ছাত্র- ছাত্রীদের লেখা-পড়াও বিঘœ ঘটছে। সকাল - দুপুর- রাত যখন তখন শুরু হয় বিদ্যুৎ আসা-যাওয়ার নামে লুকোচুরির খেলা। যার প্রভাব পড়ছে চাষাবাদ, ব্যবসা-বাণিজ্যসহ শিার্থীদের লেখাপড়ায়। গত দুই সপ্তাহ ধরে মুক্তাগাছা শহর ছাড়াও চেচুয়া বাজার, বাঘমারা বাজার, কালিবাড়ি বাজার, গাবত লী বাজার, রসুলপুর বাজার, খেরুয়াজানি বাজার, খামার বাজার, রামভদ্রপুর বাজার অঞ্চলে গত দুই সপ্তাহে প্রতিদিন অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং চলছে। বাঘমারা বাজারে অবস্থিত অটোরাইসমিল মালিক জব্বার জানান, বিদ্যুতের অভাবে মিল বন্ধ থাকছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকরা ঘন্টার পর ঘন্টা বেকার বসে থাকে। তারমত এখানে প্রায় ৩০টি রাইস মিল কর্তৃপরে একই অবস্থা তিনি জানান, মাঝে মধ্যেই সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকে না। আবার সন্ধ্যার পর ৪/৫ বার বিদ্যুৎ বিভ্রাট চলে। ব্যাসায়ীরা বলেন, বর্তমানে বিদ্যুতের জন্য আমাদের ব্যবসা পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না হলে আমাদেরকে লোকসান গুনতে হবে। বাঁশাটি ইউনিয়নের কৃষক লাল মিয়া জানান, লোডশেডিংয়ের কারনে বোরো চাষাবাদে সেচকার্য সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে না । শহরের সারপট্রির চা বিক্রেতা সুলু মিয়া জানান, গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে একটি ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে যায় । এতে তারমত আরও ২টি দোকানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে । এরপর থেকে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যাচ্ছে না । এদিকে প্রাকৃতিক দুর্যোগ ও লাইন রণাবেণের অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় । গ্রাহকদের অভিযোগ, লাইন মেরামতের নামে সমিতি কর্তৃপ হাতিয়ে নিচ্ছে মোটা টাকা । আজ বুধবার ভোররাত থেকে বেলা ১টা পর্যন্ত মুক্তাগাছায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় । এব্যাপারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আব্দুর রশিদ মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানান, ঝড়ে বিভিন্নস্থানে তার ছিড়ে যাওয়ায় মেরামতের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে । খোঁজ খবর নিয়ে জানা যায়, মুক্তাগাছার কোথাও ঝড় হয়নি ।
Previous
Next Post »
Powered By Blogger