স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে নান্দাইলে পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এ এফ এম অাজিজুল ইসলাম পিকুল, তার ও বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের বাসায় বুধবার রাতে পুলিশি সার্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের একটি প্রেসরিলিজ পাঠিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান মেয়রের গাড়িতে হামলা এবং উন্নয়ন মেলায় হামলা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে । আমি মনে করি বিষযটি আমার বিরুদ্ধে একটি কুটিল ষড়যন্ত্র ।
প্রসঙ্গত , উপজেলা আওয়ামী লীগ মনোনীত মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়ার সরকারী গাড়ী (জিপ) বুধবার দিবাগত রাত ১০টার দিকে নান্দাইল বাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে রেখে তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়। মেয়রের গাড়ী ভাংচুরের সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গাড়ীতে হামলা ও ভাংচুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বিকাল ৫টা ৩০মিনিটে মোবাইল ফোনে জানান পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়ার গাড়ী ভাংচুরের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নান্দাইল থেকে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন মেয়রের গাড়ী ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করার জোর দাবী জানান।
EmoticonEmoticon