মুক্তাগাছায় লাশ উদ্ধার


মনোনেশ দাস,২ জুন,২০১৫ , মঙ্গলবার : মুক্তাগাছায় লাশ উদ্ধার । ময়মনসিংহে মুক্তাগাছায় দুল্লা ইউনিয়নের রামাকানা শিমুলতলী এলাকা থেকে আব্দুল খালেক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । আজ মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায় , রামাকানা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিলো । ঐ জুয়ার আসরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ জুয়াড়ীরা তাকে পিটিয়ে হত্যা করেছে । আব্দুল খালেক স্থানীয় গোবিন্দবাড়ি এলাকার বাসিন্দা । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger