গৌরীপুরে দিপ্তীকার লঙ্কাকান্ড


মনোনেশ দাস,২ জুন , মঙ্গলবার , ২০১৫ : গৌরীপুরে দিপ্তীকার লঙ্কাকান্ড ।গোপনে বিয়ে করার পর স্ত্রীকে স্বীকৃতি দিচ্ছিল না স্বামী। তাই স্বামীর বাড়ির সামনে গিয়ে অবস্থান ধর্মঘট করে স্বীকৃতি আদায় করলো স্ত্রী। অবস্থান ধর্মঘট করে স্বীকৃতি আদায় করেছেন দিপ্তীকা ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। দেড় বছর আগে গৌরীপুরের দিপ্তীকা সরকার বৃষ্টি ও রাজীব সরকার স্থানীয় আদালতে গিয়ে বিয়ে করেন। প্রতিবেশী দুটো পরিবারের সদস্যরা তখনও বিষয়টি জানতো না। এরপর তারা শহরে ভাড়া বাসায় সংসার জীবন শুরু করেন। পরবর্তীতে দুজনের পরিবার বিষয়টি জানলে রাজীবের পরিবার বিয়েতে আপত্তি তোলে এবং একটা সময় মেয়েটিকে অস্বীকার করে রাজীব সরকার। এরপর স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেয়া হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। সম্প্রতি রাজীবের পরিবার তাকে আবারও বিয়ের পিঁড়িতে বসানোর উদ্যোগ নিলে দিপ্তীকা অবস্থান কর্মসূচীর পথ বেছে নেন। সোমবার সকালে স্বামীর বাড়ির সামনে গাছতলায় বসে পড়েন দিপ্তীকা সরকার। স্থানীয় অনেকেই তাকে সমর্থন জানায় এবং ওই বাড়িতে অবস্থান নেন। একসময় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সদস্যরা। পরে স্থানীয়দের চাপে রাজীব সরকারের পরিবার দিপ্তীকা সরকারকে মেনে নিয়ে দুজনের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়। রাজীব সরকার অবশ্য এসময় চাকরির কারণে ময়মনসিংহে ছিলেন না। দিপ্তীকা ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী।– বিবিসি
Previous
Next Post »
Powered By Blogger