ময়মনসিংহে পবিত্র শবে বরাত পালন


মনোনেশ দাস, ৩ জুন, ২০১৫, বুধবার : ময়মনসিংহে পবিত্র শবে বরাত পালন । ময়মনসিংহে ময়মনসিংহ সদরে,মুক্তাগাছায় , ফুলবাড়ীয়ায়, ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে, ঈশ্বরগঞ্জে, নান্দাইলে, গৌরীপুরে, ধোবাউড়ায়, তরাকান্দায়, হালুয়াঘাটে, ফুলপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পালন করা হয় পবিত্র শবে বরাত । উপজেলার ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নফল ইবাদত-বন্দেগি পালন করেছেন । জীবনের সকল ভুল-ত্রুটি পাপ-তাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন । ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেছেন । প্রায় সকল বাড়িতেই সাধ্যানুযায়ী হালুয়া- রুটি, পিঠা - পায়েসসহ উপাদেয় খাবার রান্না করা হয়। ঐ খাবার নিকট স্বজন ও প্রতিবেশীর বাড়িতে পাঠানো এবং গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অনেকে মুক্ত হস্তে দান-খয়রাত করেন। উপজেলার প্রতিটি মসজিদে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতসহ রাতব্যাপী লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় ।
Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
Unknown
AUTHOR
১৫ জুন, ২০১৭ delete

The challenge, as I understand it, was developing all of this in rolex replica sale that allowed the extremely valuable stone to be set securely. As such, you can see that there rolex replica between the center mounted diamond and the rest of the sapphire crystal. Tournemire that the hands are nice, but should not be polished against the otherwise glossy swiss replica watches of the skeletonized face. Matte finished hands would be much, much better for legibility. From the outset, you can see the lovely creativity that the brand is offering, rolex replica watches just in the singular concept of putting breitling replica sale and center in the design literally but also offering decorative artistic value around it. We seen much more intense complication in actually wearable replica watches cases for a very long time. I have to say the concept and presentation is cool.

Reply
avatar
Powered By Blogger