মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছা শহরের দরগারপাড় এলাকায় মেইনরোডের পাশের প্রধান ড্রেন ভরাট করায় মুকুল নিকেতন কলোনীতে বসবাসকারী ২ সহস্রাধিক মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ।গত এক সপ্তাহ ধরে কৃত্রিম সৃষ্ট এই সংকট নিরসনে পৌরসভা কর্তৃপক্ষ কোন ভূমিকা না নেয়ায় হতাশায় ভূগছেন ভূক্তভোগী মহল ।অভিযোগে প্রকাশ, মাঝারি ও ভাড়ি বর্ষনে বৃষ্টির পানি মেইনরোড কলোনী হয়ে নন্দীবাড়ি নামাপাড়া এলাকা দিয়ে প্রবাহিত হয় । নন্দিবাড়ি নামাপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ঐ পানি আটকে এলাকাবাসীর বাড়ি- ঘর , রাস্তা- ঘাটে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় । এলাকাবাসী ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কর্তৃপক্ষের নিকট বহুবার দারস্থ হন । দীর্ঘদিন ধরে সংকটের সমাধান না পেয়ে নন্দীবাড়ি নামাপাড়ার বিক্ষুব্ধ মানুষ চলতি সপ্তাহে প্রকাশ্যে লাঠি- সোটা, দা- কুড়াল নিয়ে এসে মেইনরোডের ড্রেনে বালি ফেলে ভরাট করে পানি প্রবাহের লাইন বন্ধ করে দেয় । এতে নন্দীবাড়ি নামাপাড়ায় জলাবদ্ধতা বন্ধ হয়ে যায় । এদিকে পানি প্রবাহের লাইন বন্ধ হয়ে যাওয়ায় মুকুল নিকেতন কলোনীর পানি মূল ড্রেনে না যাওয়ায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় । কালোনীর- রাস্তা- ঘাট, বাসা- বাড়িতে পানি আটকে থাকায় মল- মূত্র মিশে একাকার হয়ে গেছে ।ছড়িয়ে পড়ছে রোগব্যাধী ।এহেন পরিস্থিতিতে এলাকাবাসী পৌরসভায় ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না । পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জটিলতা নিরসনে পদক্ষেপ নেয় হচ্ছে ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : জলাবদ্ধ মকুল নিকেতন কালোনী
EmoticonEmoticon