মনোনেশ দাস, সম্পাদিত : ময়মনসিংহে বাজারে র্যাব ।পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ মেছুয়াবাজারে নিত্য প্রয়োজনীয় পন্য, মান সম্পূর্ণ মাছ, মাংস ও বিভিন্ন পণ্য, বিভিন্ন পন্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বৃহস্পতিবার ময়মনসিংহ মেছুয়াবাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে খোলা মেলা আলোচনা করেন র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন, এই পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর রূপায়ন বড়ুয়া, অপস্ অফিসার সিনিঃ এ এসপি জি এম মনজুর রহমান, এএসপি রাজীব কুমার দেব এবং এএসপি শামীমা আরা বেগম, পিপি.এম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমান। উল্লেখ্য র্যাবের উচ্চপদস্থ কর্মকতারা মেছুয়া বাজারে জিলাপিপট্টি, যাদব লাহেরী লেন, পালিকা মাকের্টের সংলগ্ন দোকান ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পাশাপাশি ফরমার্লিন মুক্ত পন্য বিক্রিকরার পরামর্শ দেন। - See more at: http://www.mymensinghbarta.com/?p=14688#sthash.87MABIFC.dpuf
EmoticonEmoticon