মুক্তাগাছায় গণমাধ্যম ও সনাক এর সমন্বয় সভা । স্টাফ রিপোর্টার : আজ ৫ জুলাই রবিবার বিকাল ৫টায় দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম ও সনাক - এর সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়েছে । আটানী বাজার , সনাক কার্যালয় , বীক্ষণ , শশীকান্ত রোডে স্থানীয় গণমাধ্যম কর্মীদের যোগদানের আহবান জানিয়েছেন ,সচেতন নাগরিক কমিটি ( সনাক ) মুক্তাগাছা এর সভাপতি অধ্যক্ষ মো: এখলাছুর রহমান । জানা যায়, ২০০০ সাল থেকে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত মুক্তাগাছা সনাক দুর্নীতিবিরোধী সচেতনতা, চাহিদা সৃষ্টি, নির্বাচিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহন বৃদ্ধির মাধ্যমে সেবার মানোন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে ।
EmoticonEmoticon