মুক্তাগাছায় পাওয়ার টিলার ও থ্রেসার বিতরণ


মনোনেশ দাস , ২ জুন , ২০১৫, মঙ্গলবার : মুক্তাগাছায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার বিতরণ । ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় আজ মঙ্গলবার ২ জুন কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। মুক্তাগাছা উপজেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে (উপজেলা পরিষদ মিলনায়তন) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ – ৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি । সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার । কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উপজেলার ১০ ইউনিয়নের ৩০ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। এছাড়াও ৫ জন কৃষকের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণ করা হয় । জানা যায়, প্রতিটি পাওয়ার টিলারের পেছনে সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে। সুবিধাভোগী কৃষকরা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে। মুক্তাগাছা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান, মুক্তাগাছায কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগসুবিধা পাবে।
Previous
Next Post »
Powered By Blogger