ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিত পরীক্ষা বর্জন


মনোনেশ দাস ,২ জুন ,২০১৫ , মঙ্গলবার : ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিত পরীক্ষা বর্জন । ময়মনসিংহে নান্দাইলে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে কিসমত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার ষন্মাসিক পরীক্ষা বর্জন করেছে। প্রধান শিক্ষক আবদুস সালাম অভিযোগ করে বলেন, সোমবার প্রথমদিনের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে তাঁকে লাঞ্ছিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফারজুল ইসলাম। পরীক্ষা গ্রহণের প্রথমদিনে বিদ্যালয়ে আমন্ত্রণ না জানানোয় ফারজুল ইসলাম তাঁর প্রতি ক্ষুদ্ধ হন। পরে বাড়ির সামনে পেয়ে তাঁকে লাঞ্ছিত করেন। একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি মঙ্গলবার নান্দাইল শহরে অবস্থান করছেন। লাঞ্ছিত করার খবরটি তিনি কাউকে জানাননি। তবুও শিক্ষার্থীরা বিভিন্নভাবে ঘটনাটি জেনে বিদ্যালয়ে এসেই বিক্ষোভ দেখাতে শুরু করে। সহকারী প্রধান শিক্ষক মো. ছাদুল্লা মিয়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বললে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে পরীক্ষা বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল করতে থাকে। পরে উত্তেজনা প্রশমনের জন্যে বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়। শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্যে ফারুজুল ইসলামকে পাওয়া যায়নি। গ্রামের একটি সূত্র জানায় ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। প্রধান শিক্ষক আবদুস সালাম স্থগিত পরীক্ষাটি রুটিনের ফাঁকে নেয়া হবে বলে জানান। এ বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, আইনুল ইসলাম বলেন, এ ঘটনাটি তাঁকে কেউ অবহিত করেনি।
Previous
Next Post »
Powered By Blogger