মনোনেশ দাস, ১ জুন, ২০১৫ , সোমবার : ময়মনসিংহে ওপেন হাউজ ডে । আজ সোমবার ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার আয়োজনে কোতোয়ালী মডেল থানার আয়োজনে থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহমদ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশিং কমিটির সভাপতি ও মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মন্তাজ উদ্দিন মন্তা, জাসদের সাধারণ সম্পাদক এড. সাদেক হোসেন। ময়মনসিংহ সদরের চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ। জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ। সিনিয়র আইনজীবি এড. ছোরাব আলী, কোতোয়ালী মডেল থানার পিপিএম সিনিয়র সহকারী পুলিশ সুপার আঃ রশিদ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপার এক বক্তব্যে বলেন সুন্দরময় ময়মনসিংহ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ বাসী ও পুলিশ বাহিনীকে সচেতন হতে হবে। জনতাই পুলিশ, পুলিশেই জনতা। এই পদবাক্য নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং, ছিনতাই, যানজট, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সচেতনা ও ঐক্য গড়ে তোলার আহবান জানান। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন প্রসঙ্গে নিয়ে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজু, বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, চরনিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর মোঃ মীর, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী বুদু, পৌর মহিলা কাউন্সিলর মোছাঃ খোদেজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিকবিদ, সাংবাদিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)That means you have no practical use for a wrist mounted device that tells time. They kept the rolex replica sale references relatively subtle, except for that ridiculous tire tread strap, and came up with legible, original-looking watches. Wow, I would love to meet the people that pay to take a rear fisting from Chopard. The caseback and movement are stunning. Two tone replica watches sale am work for me, despite my love of the overall modern aesthetic. I will give you high marks for your rolex submariner replica writing effort to portray these as infinitely more interesting and novel because of the track record of the rado replica uk involved in the project. Even the rolex replica watches chinese rolex replica uk would blush presenting this in public. I hope Nomos will sue the crap out of them. You think a cheaper version of a great replica watches will find it costumers. The only design elements I change are where they diverge from the original Nomos designs.
ReplyEmoticonEmoticon