ময়মনসিংহে দাপুনিয়ায় রাস্তা উদ্বোধন


মনোনেশ দাস, ৩১ মে, ২০১৫, রবিবার : ময়মনসিংহে দাপুনিয়ায় রাস্তা উদ্বোধন ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসলে জনগণের ভাগ্যের উন্নতি ঘটে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসলেই দেশের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের জোয়াড় বসে। তিনি গতকাল শনিবার বেলা ৩ টায় ময়মনসিংহের সদর উপজেলায় দাপুনিয়া বাজার হইতে ঘাগড়া ইউনিয়নের গোপালনগর বাজার পর্যন্ত ৫ কি.মি. পাকা রাস্তার পুন: সংস্কার কাজের উদ্ভোধন উপলক্ষে স্থানীয় বুধবাড়ীয়া বাজার স্কুল মাঠে ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উদ্ভোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের জননন্দিত ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার সাজুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি, সদরের আকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফাজ উদ্দিন সরকার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন লিটু। এ সময় মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসলে বাংলাদেশ সকল ক্ষেত্রে সাফল্য বয়ে আনে। বাংলাদেশ বিশ্বের মধ্যে সাবলম্বী ও সুনাম অর্জন করে। তিনি বলেন- আগামীতে আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিশ্বের মাঝে উন্নয়নশীল ও ডিজিটাল দেশ হিসেবে পরিচিতি লাভ করাবে। আওয়ামীলীগ নেতা শামসুল হক মামুন, সাখাওয়াত হোসেন বাবুল ও মশিউর রহমান রাজিবের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক কাজল, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান মারুফ, ইউপি সদস্য বকুল আহম্মেদ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য মুরুব্বী ও হাজার-হাজার জনতারা উপস্থিত ছিলেন।
Previous
Next Post »
Powered By Blogger