ময়মনসিংহে র‌্যাবের অভিযান


মনোনেশ দাস , ২০ মে ,২০১৫ : ময়মনসিংহে র‌্যাবের অভিযান । ময়মনসিংহে র‌্যাবের অভিযান । আজ বুধবার ময়মনসিংহে র‌্যাব ১৪ এর এ.এস.পি শামীমাআরা বেগম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভীষন কান্তি দাসের নেতৃত্বে ময়মনসিংহ শহরের পুরোহিত পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিছ আলীর নিকট থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। মাদক আইনের ৯ এর ১ ধারা আপরাধের ইদ্রিস আলীকে ৬ মাসের জেল দেওয়া হয়। অপর ২টি অভিযানে চালিয়ে শম্ভুগঞ্জ চরকালীবাড়ী এলাকায় বিস্মিল্লাহ বেকারীকে মোড়ক লকল করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপর একটিবেকারী সিলগালা করে দেয় অভিযানিক দল। অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
Previous
Next Post »
Powered By Blogger