ভালুকায় ছাত্রী খুন সন্দেহ আটক


মনোনেশ দাস , ২০ মে, ২০১৫ বুধবার : ভালুকায় ছাত্রী খুন সন্দেহ আটক । ময়মনসিংহে ভালুকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল ১৯ মে ভালুকা মডেল থানা পুলিশ লিটন (১৯) নামে এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানাযায় ২০১৫ সালের ১৪ এপ্রিল খোলাবাড়ী গ্রামের প্রবাসী আমিরুল ইসলামের মেয়ে নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার মুনিরা (১৪) এর মৃত দেহ বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দুরে হাইজ্যাক মোড় নামক স্থানের একটি জঙ্গল হতে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ভালুকা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। নিহত মুনিরার পারিবারিক সূত্রে জানাযায় খোলাবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে লিটন মিয়া দীর্ঘদিন ধরে মুনিরাকে প্রেম ভালবাসার অজুহাতে বিভিন্ন উপহার সামগ্রী পাঠাতো। ঘটনার আগেরদিন ১৩ এপ্রিল লিটন বাহকের মাধ্যমে মুনিরার জন্য একটি গোলাপ ফুল ও একটি মেমুরী পাঠালে মুনিরা তা না রেখে ফেরৎ পাঠায়। ভাগ্য চক্রে ফুল ও মেমুরী লিটনের মা কুলছুম বেগমের হাতে পরায় তিনি ওই বাড়ীতে গিয়ে মুনিরাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই দিন সন্ধ্যার পর থেকে মুনিরাকে অনেক খোজাখোজি করেও কোথাও পাওয়া যায়নি। রাতেই খবর পেয়ে তার মা উম্মেহানি পিতারবাড়ী সোয়াইল গ্রাম থেকে খোলাবাড়ী গিয়ে লোকজন নিয়ে মেয়েকে খোজ করে কোথাও সন্ধ্যান পাননি। পরদিন লোকমুখে শোনে উল্লেখিত জঙ্গলে মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে যান। এ ঘটনার পর প্রতিবেশী লিটনদের বাড়ীতে সব ঘরে তালাবদ্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে তারা একদিন পর মামলা দিতে গেলে পুলিশ জানায় ইউডি মামলা হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নতুন করে আর মামলা দেয়া যাবেনা। এদিকে মুনিরার ব্যবহৃত তার নানা জালাল উদ্দীন খানের একটি মোবাইল সীম নং-০১৯১৮০০৭৬৪৮ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৫ মে মুনিরার মামা সোয়েব ফোন দিয়ে ওই নাম্বারটি খোলা পান। এদিকে নিহত স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ হতে ওই সীম ও তাদের সন্দেহের কথা বারবারই পুলিশকে জানানো হয়। ১৭ মে মুনিারার মা উম্মেহানি স্বশরীরে উপস্থিত হয়ে বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংকে মৌখিক ভাবে জানান এবং মেয়ের খুনিদের সুষ্ঠ বিচার দাবী করেন। এর পর ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিন্নাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লিটনকে তার বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান আটককৃত লিটনকে সন্দেহ জনক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Previous
Next Post »
Powered By Blogger