ময়মনসিংহে বিজয় শেরপুর হারিয়ে


মনোনেশ দাস,May 21, 2015 : ময়মনসিংহে বিজয় শেরপুর হারিয়ে G G| ময়মনসিংহে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিপুল দর্শকের উপস্থিতিতে গতকাল বিকালে সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মহিলা ফুটবল খেলায় ৮-০ গোলে শেরপুর দলকে হারিয়ে ময়মনসিংহ দল বিজয়ী হয়। ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ) এর ভারপ্রাপ্ত সভাপতি উমর হায়াত খান নঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুর্শেদ জাহান ফরিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এহতেশামুল আলম, সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সিমম্পেক্স ফায়ার সলিউশন লি এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার দে প্রমুখ। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Previous
Next Post »
Powered By Blogger