মনোনেশ দাস ,বৃহস্পতিবার,21 MAY, 2015 : ভালুকায় কেঁচির আঘাত G G | ময়মনসিংহে ভালুকায় এক ব্যক্তিকে দোকান ভাড়া না দেয়ায় কলেজ শিক্ষক তার ভাড়াটিয়াকে কেঁচি দিয়ে মাথায় আঘাতের মাধ্যমে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
অভিযোগে প্রকাশ, ভালুকা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড নতুন বাসস্ট্যান্ডে ইনডেক্স প্লাজার মালিক শ্রীপুর আব্দুল আউয়াল কলেজের প্রভাষক আব্দুল হান্নান তার মার্কেটের ভাড়াটিয়া হাবিব স্টোরের মালিক হাবিবের কাছে দোকান ভাড়া চাইতে যান। এ সময় ভাড়ার টাকা পরে দিবেন বলে জানানো হলে মালিক ও ভাড়াটিয়ার মাঝে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মার্কেটের মালিক আব্দুল হান্নান পান কাটার কেঁচি দিয়ে হাবিবের মাথায় আঘাত করেন। ঘটনা টের পেয় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসলে ভবন মালিক পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় হাবিবকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ভবন মালিক প্রভাষক আব্দুল হান্নান কেঁচি দিয়ে আঘাতের ঘটানাটি অস্বীকার করে জানান, ওই ব্যবসায়ীর কাছে তিন মাসে ভাড়া বাকি ছিল। ভাড়ার টাকা চাইতে গেলে সে আমার সাথে এহেন আচরণ করে ।
EmoticonEmoticon