ময়মনসিংহে ইসলাহুল মুসলিমীন


মনোনেশ দাস : ময়মনসিংহে ইসলাহুল মুসলিমীন |ময়মনসিংহে ইসলাহুল মুসলিমীন এর ভ্যান বিতরণ |আজ ময়মনসিংহ সদর এলাকার বিভিন্ন স্থান থেকে নির্বাচিত অসহায় দরিদ্র শ্রমিকদের মাঝে বিনা মূল্যে একটি করে ভ্যান গাড়ী ৫ জনের মাঝে বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন এর সভাপতিত্বে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার আ ন ম ফয়জুল হক এ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১০ নং দাপুনিয়া ইউপি চেয়্যারম্যান ইঞ্জি: হুমায়ুন হাসান উজ্জল ও ৫ নং সিরতা ইউপি চেয়্যারম্যান ছাইফুদ্দিন আহমেদ (বকুল)। সূত্রে জানা যায় ইসলাহুল মুসলিমীন পরিষদ এর সার্বিক সহযোগীতায় মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউ.কে এর আর্থিক ব্যবস্থাপনায় ৫টি ভ্যানগাড়ী ইসলাহুল মুসলিমীন পরিষদের ইনকাম জেনারেশন বিতরন প্রকল্প থেকে শ্রমিকদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনা মূল্যে বিতরণ করা হয় এবং এ কর্মসূচী অবাহত থাকিবে।
Previous
Next Post »
Powered By Blogger