মুক্তাগাছায় লল আর নেই


মনোনেশ দাস , ১৭ মে ২০১৫ , রবিবার : মুক্তাগাছায় হাবিবুর রহমান লল আর নেই । ময়মনসিংহের মুক্তাগাছার কালিবাড়ি পুকুরপাড়ের বাসিন্দা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান লল (৭৩) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত শনিবার রাতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে....রাজিউন) । তিনি স্ত্রী , ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন ।আজ রবিবার মুক্তাগাছা নবারুণ বিদ্যানিকেতন ও গ্রামের বাড়ি ঘোগায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । তার মৃত্যুতে স্থানীয এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি, সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ ,আওয়ামীলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।
Previous
Next Post »
Powered By Blogger