ফুলবাড়ীয়ায় ফুলখড়ি থেকে


মনোনেশ দাস ,১৭ মে ২০১৫ ,রবিবার :ফুলবাড়ীয়ায় ফুলখড়ি থেকে নামকরণ । ফুলবাড়ীয়ায় ফুলখড়ি থেকে নামকরণ। ফুলবাড়ীয়ায় ফুলখড়ি থেকে নামকরণ। ফুলবাড়ীয়ায় বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। ময়মনসিংহ জেলা সদর থেকে ২০ কিলমিটার দূরত্বে ফুলবাড়ীয়া উপজেলার অবস্থান। ফুলবাড়ীয়া উপজেলার উত্তরে ময়মনসিংহ সদর; দক্ষিণে ভালুকা ও টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা, পূর্বে ত্রিশাল, পশ্চিমে মুক্তাগাছা ও টাংগাইল জেলার মধুপুর উপজেলা অবস্থিত। প্রশাসনিক এলাকা ১৮৬৪ সালে প্রশাসনিকভাবে ফুলবাড়ীয়া থানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছু জটিলতার কারনে থানার সীমানা নির্ধারণ হয় ১৮৬৭ সালে। ১৯৮৩ সালের ০২ জুলাই ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়। ফুলবাড়িয়া উপজেলার আয়তন ৩৯৯ বর্গ কিলোমিটার। উপজেলাটি ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হল - নাওগাঁও ইউনিয়ন, পুটিজানা ইউনয়ন, কুশমাইল, বালিয়ান, দেওখোলা, ফুলবাড়ীয়া, বাক্তা, রাংগামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই, আছিম পাটুলী এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদ। ইতিহাস ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে ফুলবাড়ীয়ায় ফুলখড়ি এক ধরণের লাকড়ী জাতীয় গাছ জন্মাত। যা অত্র এলাকার মানুষ লাকড়ী হিসাবে ব্যবহার করত। ফুলবাড়ীয়ার পূর্ব নাম ছিল গোবিন্দগঞ্জ। ধারণা করা হয়ে থাকে ফুলখড়ি থেকেই ফুলবাড়ীয়া নামের উৎপত্তি হয়েছে। জনসংখ্যার উপাত্ত শিক্ষা ১.ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ২.ফুলবাড়িয়া মহিলা কলেজ ৩.ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় ৪.আল হেরা একাডেমী উচ্চ বিদ্যালয় ৫.ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৬.আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় ৭.তেলীগ্রাম উচ্চ বিদ্যালয় ৮.মুহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় ৯.ফুলবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০.কুশমাইল টেকিপাড়া উচ্চ বিদ্যালয় ১১.নয়ন মণি উচ্চ বিদ্যালয় ১২.শিবরামপুর উচ্চ বিদ্যালয় ১৩.পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ১৪.শুশুতি উচ্চ বিদ্যালয় ১৫.ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৬.বাকতা উচ্চ বিদ্যালয় ১৭.রাধাকানাই উচ্চ বিদ্যালয় ১৮.কান্দানিয়া উচ্চ বিদ্যালয় ১৯.কান্দানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ২০.কুশমাইল ইউনিয়ন বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় এছাড়াও আরো অনেক প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজ রয়েছে। অর্থনীতি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা গ্রামে অর্কিড গার্ডেন (অরকিডের বাগান) অবস্থিত। মনোমুগ্ধকর এ বাগানে সাত জাতের একুশ ধরনের মোট তিন লাখ অর্কিড রয়েছে। অধিকাংশ অর্কিড বিদেশে রপ্তানী হচ্ছে। বাগানটি জুলাই ২০০২ সালে ১১ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। নদ-নদী এ উপজেলার উপর দিয়ে খিরু নদী, আখালিয়া নদী ও বানার নদী প্রবাহিত হয়েছে। প্রায় ৬৫,৯০০টি ফলাফল (০.৪০ সেকেন্ড) অনুসন্ধানের ফলাফল ফুলবাড়ীয়ায় অভিযোগপত্র দাখিল | মুক্তাগাছায় নিউজ dailymuktagachanews.blogspot.com/2015/05/blog-post_64.html ৫ দিন আগে - মনোনেশ দাস, ১২ মে ২০১৫ : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় ২০ দলের সাতান্ন নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে ।২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে গত ১২/১/২০১৫ইং তারিখ গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরক ঘটনায় ফুলবাড়ীয়া থানা পুলিশ বাদী হয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ... ফুলবাড়ীয়ায় ফুলবাড়ীয়ায় ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যসহ আন্তজেলা ৩ প্রতারক আটক - আমার দেশ www.amardeshonline.com/pages/details/2015/05/11/283786 ৭ দিন আগে - রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ইসলামী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় ইউপি সদস্যসহ আন্তজেলা ৩ প্রতারককে আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আটককৃতদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে ব্যাংক শাখা ব্যবস্থাপক।আটককৃতরা হলো, মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়ারু ইউনিয়নের ইউপি সদস্য হাসেন আলী (৬০) ,একই উপজেলার পূর্ব কাকইর ... ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে আহত ৩০ - Prothom Alo www.prothom-alo.com › বাংলাদেশ › বিবিধ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন ও পৌর শহরে গত শনিবার রাতে শিয়ালের কামড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর... ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা গ্রেফতার | | Samakal Online ... www.samakal.net/2015/03/19/125580 ১৯ মার্চ, ২০১৫ - ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন চানুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর থেকে ফুলবাড়ীয়া থানা. ফুলবাড়ীয়ায় ঝড়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু | | Samakal ... www.samakal.net/2015/04/19/132039 ১৯ এপ্রিল, ২০১৫ - ফুলবাড়ীয়ায় ঝড়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু. কালবৈশাখী ঝড়- ফাইল ছবি. ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি. কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই বাজারে শতবর্ষী বটগাছ উপড়ে পড়ে আবদুল করিম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল ... ফুলবাড়ীয়ায় ইসলামী ব্যাংকে ইউপি সদস্যসহ ৩ প্রতারক আটক www.jugantor.com/bangla-face/2015/05/11/261809 ৭ দিন আগে - রোববার ইসলামী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় প্রতারণা করার সময় ইউপি সদস্যসহ তিন প্রতারককে ১ লাখ ২ হাজার ৭৯০ টাকাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হল- মাদারীপুর জেলার. ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যসহ ৩ প্রতারক গ্রেফতার - The Daily Ittefaq www.ittefaq.com.bd/print-edition/country/2015/05/11/48110.html ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যসহ ৩ প্রতারক গ্রেফতার. ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা১১ মে, ২০১৫ ইং. ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ইসলামী ব্যাংক থেকে এক ইউপি সদস্যসহ ৩ প্রতারককে রবিবার ১২ টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক চক্রের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়। তারা দীর্ঘদিন ব্যাংকে প্রতারণা করে ... ফুলবাড়ীয়ায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ক্যাম্পেইন ... https://muktagachanewsbd.wordpress.com/.../ফুলবাড়ীয়ায়-মা-ও-শ... ৮ মে, ২০১৫ - ফুলবাড়ীয়ায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ক্যাম্পেইন। মনোনেশ দাস : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় আজ শুক্রবার শিশুর পুষ্টিমান উন্নয়ন ,মৃত্যুরোধ ও মা স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । ফুলবাড়ীয়া এডিপির উদ্যোগে গ্লোবাল উইক অব আ্যাকশন এর অব্যাহত কর্মসূচীর আওতায় ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই ... Daily Manab Zamin | ফুলবাড়ীয়ায় লাশ উদ্ধার mzamin.com/details.php?mzamin=NjQyMDA=&s=OQ== ফুলবাড়ীয়া থানা পুলিশ গতকাল সকালে উপজেলা সদরের আখিলা নদী থেকে অজ্ঞাত এক মহিলার (২৫) লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গায়ে কোন আঘাত ছিল না। ওসি রিফাত খান রাজিব জানান, অজ্ঞাত মহিলা ...
Previous
Next Post »
Powered By Blogger