মনোনেশ দাস ,১৭ মে, রবিবার,২০১৫ : আজ রবিবার ময়মনসিংহে জেলা আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত । বিস্তারিত- জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপত্বিতে আজ রবিবার ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ করণ, মাদক ব্যবসায়ী ও ব্যবহার কারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঔষধের দোকান গুলো যাতে প্রেসক্রিশন বিহীন ঔষধ বিক্রি করা না হয় ও অবৈধ ভাবে বালূ উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অচিরেই মোবাইল কোর্ডের মাধ্যমে অভিযান পরিচালনা হবে বলে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এক বক্তব্যে এ কথা গুলো বলেন। মুুমিন্নেনেছা কলেজের সামনে থেকে অবৈধ সি.এন.জি ষ্টেশন স্থানান্তরের ব্যবস্থা সহ শহরের গড়ে উঠা ডাক্তার বিহীন ক্লিনিক গুলো বন্ধকরার ব্যাপারেই অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়। অন্যান্যদের মাঝে বক্তব্যদেন ২৭ বর্ডার গার্ডের পরিচালক লেঃ কর্নেল বায়োজিত খান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শারমীন জাহান চৌধুরী, মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মন্তাতাজ উদ্দীন মন্তা, অতিরিক্ত পুলিশ সুপর হারুন-অর রশীদ, কোতোয়ালী মডেল থানার এ.এস.পি আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম ফয়জুল হক, হালুয়াঘাট উপজেলার চেয়াম্যান ফারুক আহাম্মদ খান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন সরকার মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মেহেরু নেছা প্রমুখ। জেলা আইন শৃঙ্খলা মাসিক সভায় উপস্থিত সভায় উপস্থিত ছিলেন এ.এস.পি রাজিব কুমার দেব সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ।
EmoticonEmoticon