ময়মনসিংহে কৈ মাছের সাথে শত্রুতা


মনোনেশ দাস ,রবিবার,১৭ মে ২০১৫ : ময়মনসিংহে কৈ মাছের সাথে শত্রুতা । ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর তালুকদার বাড়ির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (অবঃ) কর্মচারী মোঃ হারুন-অর-রশিদ (মুন্সি) এর বাড়ির পাশে নিজ পুকুরে চাষকৃত কৈ মাছ হঠাৎ রহস্যজনকভাবে নিধন হয়ে যাচ্ছে। এতে করে তার ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল মোঃ হারুন-অর-রশিদ (মুন্সি) এর পুকুরে গিয়ে দেখা যায় পুকুর জুড়ে ভাসছে মরা কৈ । কিভাবে ঘটনা ঘটলো জিজ্ঞাসা করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি চাকরী থেকে এসে অবসরের টাকা দিয়ে সন্তাদের নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করি। বর্তমানে আমার ২টি পুকুর এক একর ৯০ শতাংশ জমিতে আজ থেকে দেড় মাস আগে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার কৈ মাছের পোনা এনে পুকুরে চাষ শুরু করি। এরপর থেকে সি.পি বাংলাদেশ কো:লি: এর প্রায় ৮Ñ১০লক্ষ টাকার খাবার এন খাওয়ায়। আর ১৫Ñ ২০দিন পর কৈ মাছগুলো বিক্রি করতে পারতাম। কিন্তু হঠাৎ পুকুরের মাছগুলো কেন মরে যাচ্ছে তা বুঝতে পারছিনা। আমার এলাকায় কোন শুত্র“ আছে বলেও মনে হয় না। এদিকে কেন হঠাৎ পুকুওে মাছগুলো মারা যাচ্ছে তাও বোঝতে পারছিনা। এই ব্যাপারে ময়মনসিংহ মৎস্য বিভাগের ড. কৌহিনূর এর সাথে যোগাযোগ করা হয়েছে। কৈগুলো মরে যাওয়ায় এখন আমি কি করে এই ক্ষতি সুধাবো তা বোঝতে পারছি না। ক্যাপশন .. চর ঈশ্বরদিয়া মোঃ হারুন-অর-রশিদ (মুন্সি) এর বাড়ির পাশে নিজ পুকুরে রহস্যজনকভাবে কৈ নিধন, ১৫-২০ লক্ষ টাকার অধিক ক্ষতি।
Previous
Next Post »
Powered By Blogger