মনোনেশ দাস ,১৭ মে ২০১৫ ,রবিবার : বৃহত্তর ময়মনসিংহে । বৃহত্তর ময়মনসিংহে । বৃহত্তর ময়মনসিংহ সোয়া দুইশত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে সগৌরবে আছো তুমি । কেনই বা থাকবে না ? যেখানে প্রানবন্ত মানুষের পরিচয় পাওয়া যায় তোমার নামের মাঝেই - My - men-sing অর্থাৎ আমার লোকেরা গান গায় । তোমার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় এলাকায় আছে পুকুর, নদি-নালা, খাল-বিল, সবুজের সমরাহ, ছোট বড় অনেক পাহাড় এমনকি খনিজ সম্পদ । আর তাইতো এখানে জমিদার মহারাজা সূর্যকান্ত থাকার জন্য তৈরি করে ছিল শশী লজ, জুবলী উৎসব পালন কিংবা বাগান বাড়ির জন্য গড়ে তুলেছিল আলেকজান্ডার ক্যাসেল । শুধু তাই নয় গৌরীপুরের জমিদার তৈরী করেছিল গৌরীপুর হাউস, ধনবাড়ির জমিদার হাসান মঞ্জিল , কিশোরগঞ্জের জমিদার তালাজাঙ্গা হাউস , মসুয়ার জমিদার পুণ্য লক্ষ্মী ভবন ছাড়াও করটিয়া, আমবাড়িয়া, কালীপুর ,গোলকপুর,সুসঙ্গ- দুর্গাপুর , নারায়ন ডহর, ধলা, গাঙ্গাটিয়া , আঠারবাড়ি, ডহাখোলা, বৈলর, বাসগোপালপুর , কিষ্টপুর, ধিতপুর প্রভৃতি জমিদারেরাও বিলাসবহুল স্থাপনা গড়ে ছিল তোমার বুকে ।
দিন দিন তোমার রুপ বৈচিত্র্যের পরিবর্তন হচ্ছে , যেমনি করে তুমি মুহুয়া-মলুয়ার নাসিরাবাদ , মোঘল আমলের সাধক মোমেনশাহের মোমেনশাহী থেকে বর্তমান ময়মনসিংহ রুপ নিয়েছ । কিন্তু সে সময়ে গড়ে উঠা দর্শনীয় স্থান গুলো এখনো আছে, আছে শশী লজ, গৌরীপুর লজ, অ্যালেকজান্ডার ক্যাসেল , শিল্পচায জয়নুল আবেদীন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক,ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন , নজরুল স্মৃতি কেন্দ্র, মুক্তাগাছার জমিদার বাড়ী, ফুলবাড়িয়া অর্কিড বাগান, চীনামাটির টিলা , আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর, কুমিরের খামার ও তেপান্তর ফিল্ম সিটি । তোমার বুকে আছে ধর্মীয় স্বাধীনতা আর তাইতো এখানে আছে অনেক বড় বড় মসজিদ , মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় স্থাপনা । তোমার ঐতিহ্যে আছে মালাইকারী , মুক্তাগাছার গোপাল পালের মন্ডা, ফুলবাড়িয়ার হলুদ ও বিরই চাল, ভালুকার কাঁঠাল, গফরগাঁওয়ের বেগুন ছাড়াও আরও অনেক কিছু।
তোমার অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক- রাজনৈতিক- ধর্মীয় স্বাধীনতায় জন্ম নিয়েছিল অনেক কৃতি সন্তান । জন্মে ছিল ভাষা সৈনিক স্বাধীনতা যুদ্ধের পুরোধা পুরুষ বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্টপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, ভাষা সৈনিক আব্দুল জব্বার,শিক্ষাবিদ আইনজীবী ও সমাজ সেবক আনন্দ মোহন বসু , রাজনীতিক ও সুবক্তা আব্দুল ওয়াহেদ বোকাইনগরী, সাহিত্যিক ও সমাজ সেবী আব্দুল জব্বার শেখ, কবি গীতিকার নাট্যকার ও গল্পকার আব্দুল হাই মাশকেরী, মহাপ্রাণ দানশীল রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী,১৯৪৩ সালের মন্বন্তরের স্কেচ এঁকে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি কারী শিল্পচার্য জয়নুল আবেদীন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা , ১৯৪১ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রানলয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী নলিনী রঞ্জন সরকার , সর্বজন শ্রদ্বেয় ধর্মীয় আলেম পীর রাজনীতিক ও সমাজ সেবী শামছুল হুদা পাঁচবাগী , স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তিবর্গ সহ আর অনেক জ্ঞানী গুনী যাদের জন্য আজ তুমি ধন্য । তুমি ধন্য বিদ্রোহী , সাম্যে ও প্রেমের কবি আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ক্ষণিকালয় হওয়ার জন্য । আর আমি ধন্য বাংলাদেশের পঞ্চম বৃহত্তম, ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হিসাবে খ্যাত ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার বিস্তৃত তোমার বুকের এক বিন্দুতে জন্ম গ্রহন করার জন্য ।
মানিক মহানায়ক
গফরগাঁও , ময়মনসিংহ ।
manikdwasa@gmail.com
EmoticonEmoticon