ময়মনসিংহে মুক্তিযোদ্ধা নূরুজ্জামান আরনেই | মনোনেশ দাস,১৬ মে ২০১৫ ,শনিবার : ময়মনসিংহে ময়মনসিংহ পুলিশ লাইন হাই স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান খান, পিতা-মরহুম সাবিত আলী খান, মহল্লা-১৮/বি বাউন্ডারী রোড, ময়মনসিংহ ১৫ মে রাত ৮.৩০ মিনিটে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল ফরামাইয়াছেন।
আজ ১৬ মে ময়মনসিংহে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে কোতোয়ালী থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদান করে। উক্ত জানাযার নামাজে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ হুমায়ুন কবির উপস্থিত থেকে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্নে নির্দেশনা প্রদান করেন। গার্ড অব অনার প্রদান কালে মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক গুনগ্রাহী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান খান এক স্ত্রী, একমাত্র পুত্র আনোয়ারুজ্জামান খান ও কন্যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাজিয়া জামানকে তাঁর ওয়ারিশ হিসেবে রেখে গেছেন।
EmoticonEmoticon