মনোনেশ দাস , ১৬ মে শনিবার,২০১৫ : হালুয়াঘাটে প্রেসক্লাবের নতুন কমিটি। আজ শনিবার ১৬ মে ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন কার্যকরী সংসদ/২০১৫-১৬ইং তলবী সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটির সভাপতি পদে মোঃ বাবুল হোসেন (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি পদে মীর মোঃ শওকত আহসান বাবুল (দৈনিক নওরোজ) সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হক লিটন (ব্যুরোচীফ, দৈনিক দিগন্ত বাংলা) যুগ্ম-সম্পাদক পদে মোঃ আনছারুল হক রাসেল (ব্যুরোচীফ, দৈনিক লোক লোকান্তর), সদস্য পদে একে এম শামছুল ইসলাম (হালুয়াঘাট প্রতিনিধি, এশিয়ান টিভি), মোঃ শাহাদত আলী (দৈনিক দিগন্ত বাংলা), কুলদীপ কৌশিক সরকার রানা (দৈনিক নব কল্যাণ)।
EmoticonEmoticon