মহিলাদল ময়মনসিংহে নতুন কমিটি


মনোনেশ দাস ,১৬ মে ২০১৫ শনিবার । মহিলাদল ময়মনসিংহে নতুন কমিটি (প্রেসবিজ্ঞপ্তি) : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহে ময়মনসিংহ শহর, হালুয়াঘাট ও ধোবাউড়া থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাসনা হাদীকে আহবায়ক ও ফাহমিদা তাসমিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ শহর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ শহর শাখার সভাপতি তাহমিনা বেগম ও সাধারণ সম্পাদক আতিয়া ফাইরোজ মলির নেতৃত্বে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। জাতীয়তাবাদী মহিলা দল হালুয়াঘাট থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোছা. নাজমুন নাহারকে আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম (ময়না) কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ধোবাউড়া থানা মহিলা দলের নয়া কমিটির আহবায়ক করা হয়েছে নাসিমা খাতুন রুচিকে। উক্ত কমিটিতে বিলকিছ আক্তারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপিকা রায়হানা ফারুক ও সাধারণ সম্পাদক মির্জা ফারজানা রহমান হোসনার যৌথস্বাক্ষরে ওই তিনটি আহবায়ক কমিটি গঠন করা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger