মনোনেশ দাস,১৬ মে ,২০১৫, শনিবার :গফরগাঁওয়ে নদীতে ৩ জনের মৃত্যু। ময়মনসিংহে গফরগাঁওয়ে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের শিশুসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এছাড়াও ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর দেড়টার দিকে গফরগাঁও, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা ও বানার নদীর মোহনায়।
উপজেলার পাগলা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গফরগাঁওয়ের ত্রিমোহনী গামী একটি যাত্রীবাহী ট্রলার টোক চানপুর থেকে ছেড়ে আসা বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের আঃ খালেকের স্ত্রী আছমা (২৬), সুতারচাপর গ্রামের আব্দুর রহিম (৩১) ঘটনাস্থলেই মারা যান। শ্রীপুর উপজেলার কাওরাঈদ গ্রামের আশরাফ উদ্দিনের সাত মাসের কন্যা শিশু শামছুন নাহার তানহাকে বরমী নাগরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান মৃত ঘোষনা করেন।
এখন পর্যন্ত ৫ যাত্রী নিখোঁজ রয়েছে।
নিগুয়ারী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, এলাকাবাসী পুলিশের সহায়তায় নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দূর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে কতজন নিখোঁজ এখনো তা নিশ্চিত হতে পারিনি।
( সূত্র, ২৩ জানুয়ারী, ২০১৫ - রবীন্দ্র নাথ পাল,Unitednews24.com)
EmoticonEmoticon