ভালুকায় সড়কে নিহত


মনোনেশ দাস ,১৬ মে ,২০১৫ , শনিবার : ভালুকায় সড়কে নিহত একজন । ময়মনসিংহে ভালুকায় সড়ক পারাপারকালে ট্রাকের ধাক্কায় আব্দুল খান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন । আজ শনিবার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান , ফজরের নামাজ শেষে ঐ এলাকার মাহদীন সোয়েটার ফ্যাক্টরীর সামনে ময়মনসিংহ- ঢাকা মহাসড়ক পারাপারকালে ঢাকাগামী মাছ বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আব্দুল খান দিনাজপুর জেলার কাহারুল উপজেলার সাদুদ্যাহ গ্রামের মৃত নহর আলী খানের ছেলে। ক’দিন আগে তিনি জামিরদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন । ভালুকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । থানায় মামলা হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger