মনোনেশ দাস ,২৪ মে ২০১৫ : ভালুকায় শিশু ধর্ষনের শিকার । ময়মনসিংহে ভালুকায় ছয় বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে । আজ রবিবার কাশর গ্রামে এ ঘটনা ঘটেছে । অভিযোগে প্রকাশ, টি এম কারকাখার শ্রমিক ফারুক (৪০)চকলেটের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষন করে । টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে গোণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ।এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় । ফারুক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শিমলাপাড়া গ্রোমের জাবেদ আলীর পুত্র ।
-----------------সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত----------ভালুকায় মহাসড়ক অবরোধ --------------ময়মনসিংহের ভালুকায় রোববার সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবারোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় দুই ফ্যাক্টরীর শ্রমিকদের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্র্ষে পুলিশসহ অন্তত দেড়শতাধিক শ্রমিক আহত হন। পরে ভালুকা মডেল থানা, ত্রিশাল ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেপান্তর ক্রাউন এপ্যারেল্স লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাস একই এলাকায় অবস্থিত লাবিব গ্রুপের রাইদা কানেকশন লিমিটেডের শ্রমিক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কালিনগর গ্রামের নুরুজ্জামনের ছেলে আবু সাইদকে (২৬) রাস্তা পারাপারের সময় চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই মিলের শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে উভয় মিলের শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এড়াতে এসময় ভালুকা মডেল থানা, ত্রিশাল ও শ্রীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়ের করা হয়েছে। পরে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ও ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পিপিএম) আব্দুর রশিদের নেতৃত্বে একটি টিম দুই মিলের মালিক পক্ষের সাথে আলোচনা করে নিহতের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়।
EmoticonEmoticon