মনোনেশ দাস , ২৪ মে, ২০১৫ , রবিবার :ময়মনসিংহে বাকৃবি নতুন ভিসি । ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. আলী আকবর । আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বাকৃবি জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক দীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো ফ্যাক্স বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. আলী আকবরকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
EmoticonEmoticon