মনোনেশ দাস , ২৪ মে, ২০১৫ : ময়মনসিংহে ২ মহিলার লাশ । ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলায় আজ রবিবার ২ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ । এরা হলেন মর্জিনা বেগম (৫৫) ও ফরিদা (৩৫) । ট্রেনে কাটায় লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, নিহত মর্জিনা শহরের কলেজ রোড এলাকার মৃত আকবর আলীর স্ত্রী। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হলে কলেজ রোড রেলক্রসিং এলাকায় ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেন।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন । গৌরীপুর উপজেলার কাওরাট এলাকায় ময়মনসিংহ-মোহনগঞ্জ লাইনে ফরিদা নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
EmoticonEmoticon