ত্রিশালে শুরু নজরুল জন্মবার্ষিকী


মনোনেশ দাস, ২৫ মে, ২০১৫ , সোমবার :ত্রিশালে শুরু নজরুল জন্মবার্ষিকী । ময়মনসিংহে ত্রিশালে দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচী । কবির কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতিবিজড়িত এলাকা ত্রিশাল-দরিরামপুর। বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। নজরুল স্মারক বক্তব্য দেবেন কবি মুহম্মদ নুরুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ফুলবাড়িয়ার সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার প্রমুখ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় শুরু হওয়া দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নজরুল স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক ড. মোহীত উল আলম।
Previous
Next Post »
Powered By Blogger