ময়মনসিংহে শিক্ষক নিহত পিকআপের ধাকায়


মনোনেশ দাস ,২৪ মে ২০১৫ :ময়মনসিংহে শিক্ষক নিহত পিকআপের ধাকায় । ময়মনসিংহে মুক্তাগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষক নিহত হয়েছেন । আজ রবিবার এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় , ময়মনসিংহ - টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলা পরিষদের সামনে সড়ক পারাপারকালে একটি পিকআপভ্যান ফজলুল হক করিম মাষ্টারকে (৫৩) ধাক্কা দেয় । মারাতœক আহত অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন । ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধারের বাসিন্দা নিহত ফজলুল হক করিম করিম মাষ্টার সদর উপজেলার রেহাই তারাপুর সরদার বাড়ি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । তিনি মুক্তাগাছা উপজেলা পরিষদ কোয়াটারে বসবাস করতেন বলে জানা গেছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিকআপ আটক করে থানায় আনা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এব্যাপারে থানায় মামলা হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger