ত্রিশালে নিহত স্কুলছাত্র


মনোনেশ দাস, 22 may 2015 : ত্রিশালে নিহত স্কুলছাত্র G|G| ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে পিকআপ ভ্যানচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ত্রিশাল থেকে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান কাশিগঞ্জ যাওয়ার পথে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাই সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী মামুন (৩৫) গুরুতর আহত হয় এবং তার ছেলে স্কুলছাত্র আবু তালিব (৭) ঘটনাস্থলেই নিহত হয়। পরে পিকআপ ভ্যানটি যাত্রীবাহী অপর একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও রিকশার দুইযাত্রী আহত হয়। আহতদের প্রথমে ত্রিশাল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger