গফরগাঁওয়ে সংঘর্ষে নিহত ২ জন


মনোনেশ দাস, ২২ মে ২০১৫ : গফরগাঁওয়ে সংঘর্ষে নিহত ২ জন । ময়মনসিংহে গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার পাগলা থানার শিউলি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন- সামাদ খা (৬০), কালু খা (৫৫)। জানা গেছে, লিয়াকত ও আব্দসু সামাদ খা এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংর্ঘষ হলে দুইজন নিহত ও চারজন আহত হন। এর মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। পাগলা থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Previous
Next Post »
Powered By Blogger