মনোনেশ দাস – May 22, 2015 : ময়মনসিংহে র্যাব ডি.এ.ডি শফি নেই G G|ময়মনসিংহ র্যাব-১৪’র ডি.এ.ডি মোঃ শফি শাহমুদ (৫৬) অাজ শুক্রবার ১১টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি …….রাজিউন )। মৃতকালে স্ত্রী, ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর সংবাদে ব্যাটালিয়ানদের মাঝে শোকের ছায়া নেমে এসে। বাদ জুম্মা নামাজের শেষে গর্ভ: ল্যাবরেটরী হাই স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। র্যাবের ধর্মীয় শিক্ষক আশ্রাফ উদ্দিন খান জানাযা পরিচালনা করেন। জানাযা অনুষ্ঠানে র্যাবের উচ্চ পদস্থসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। মরহুমের মৃতদেহ পিতৃনিবাস শরিয়তপুরে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
EmoticonEmoticon