মনোনেশ দাস : ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা রোধে |ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা রোধে |ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা রোধে |ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা রোধে------ নারীর প্রতি সহিংসতা রোধে আজ ১৩এপ্রিল বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ, রশিদপুর দাখিল মাদ্রাসায়, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্র্যাক এর আয়োজনে “নির্যাতন করব না, নির্যাতন সহ্য করব না, নির্যাতন বন্ধ করব” এই স্লোগানকে সামনে নিয়ে নারীর প্রতি সহিংসতা রোধে স্কুল কুইজ প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়। স্কুল কুইজ প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন মাদ্রাসার সুপর মোঃ নূরুল ইসলাম, সহ-সুপার এরশাদুল আলম, সহকারী শিক্ষক খুরশেদ আলম, মুফতি শহিদুল ইসলাম, আশাদ্দুজ্জমান, মারজিয়া আক্তার লুৎফা, আংগুরা খাতুন, রোখশানা খানম, ব্র্যাকএর জেলা সিনিয়র ব্যবস্থাপক শফিকুল আলম, মোঃ গোলাম, তুহিন খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
EmoticonEmoticon