ময়মনসিংহে ষোড়শী ধর্ষনের শিকার


ময়মনসিংহে ষোড়শী ধর্ষনের শিকার G ময়মনসিংহে ষোড়শী ধর্ষনের শিকার |স্টাফ রিপোর্টার, ১৩ মে ২০১৫ : ময়মনসিংহ শহরের পাটগুদাম ও অবাঙালী ক্যাম্পের পিতৃহীনা এক ষোড়শী তিন সন্তানের জনক বাবু কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। গত ৬ মে সন্ধ্যা এ ঘটনা ঘটার পর ধর্ষকের হুমকিতে ধর্ষিতার স্বপরিবার আত্মগোপনে বাধ্য হয়। গত ১২ই মে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আবু মোহাম্মদ আল-মামুন এর আশ্বাসে ধর্ষিতার মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, জনবলহীন একেবারেই হত দরিদ্র ননবেঙ্গুলী ছোটু মিঞা মারা যাওয়ার পর ধর্ষিতা পরিবারটি অত্যান্ত মানবিক ভাবে জীবন যাপন করছিল। একই এলাকার ননবেঙ্গুলী আহাম্মদ আলীর পুত্র তিন সন্তানের জনক বাবু মিয়া গত ৬ মে ধর্ষিতাকে ডেকে হাজী কাশেম আলী কলেজে একটি ঘরে নিয়ে যায়। পড়ে থাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করে। এসময় ধর্ষিতাকে চাকু দেখিয়ে হুমকি দিলে ভয়ে সে ও তার মা আত্মগুপনে চলে যায়। পড়ে ফেইস বুকের একটি ট্যাটার্সে অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন আশ্বস্ত করলে পড়ে ধর্ষিতা, তার মা ও তার ভাই, ১২ মে স্বশরীলে দেখা করেন। অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যা হিতে বিপরীত হয়ে দাড়িয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা রুজুহয়নি। - See more at: http://www.mymensinghbarta.com/?p=14112#sthash.shGzi5zW.dpuf
Previous
Next Post »
Powered By Blogger