মনোনেশ দাস , ১৫ মে ২০১৫ ,শুক্রবার : ময়মনসিংহে ধর্ষনের প্রতিবাদ । আদিবাসী গারো কিশোরী ধর্ষনকারীদের ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শুক্রবার ময়মনসিংহে প্রেসক্লাবের সামনে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) এর আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন , ৪ মে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক গারো অধিবাসী কিশোরীকে ধর্ষন করে কান্দাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শামছুল হক। পরে ধর্ষিতার মা কমলাকান্দা থানায় অভিযোগ করেন । থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করে ৯ মে । (মামলা নম্বর ০৬১৫ ) উল্লেখ্য, যে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও আসামি শামছুল হককে গ্রেফতার করতে পারেনি কমলাকান্দা থানা পুলিশ। বরং অজ্ঞাত স্থান থেকে ধর্ষক ধর্ষিকার পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। অবিলম্বে ধর্ষনকারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের জোড় দাবী জানান সংগঠনটি । তা না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) সংগঠনের নের্তৃবৃন্দ। মানববন্ধন শেষে ধর্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
EmoticonEmoticon