মনোনেশ দাস , ১৫ মে ২০১৫ ,শুক্রবার : ময়মনসিংহে দুর্নীতি বিরোধী আন্দোলন । ময়মনসিংহে ময়মনসিংহ শহরস্থ নতুন বাজার সনাকের কার্যালয়ে এড. খালেদুরজাম্মানের সভাপত্বিতে দুনীতি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যম ও সনাকের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি এক বক্তব্যে বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পন। সাংবাদিকরা সমাজের সকল দুনীতির চিত্র তুলে ধরতে পারে। যেমন শহরের কচিং সেন্টারের নামে বাণিজ্য, ভূমি অফিসের নাম জারি, শহড়ের গড়ে উঠা ক্লিনিক গুলো চিকিৎসার নামে রোগী হয়রানি, গারো আদীবাসীদের সম্পত্তির জটিলতা সহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দৈনন্দিন দশা নিরসনের লক্ষ্যে সকলকেই লেখালেখির মাধ্যমে সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সনাকের পক্ষ থেকে বক্তব্যদেন সহ-সভাপতি এড. এমদাদুল হক মিল¬াত, সনাকের এরিয়া ম্যানেজার আমগীর কবির, করুণা কৃষ্ণ চক্রবর্তী ও সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা, আর টিভি বিপ¬ব সরকার, এ এই এম মোতালেব, ৭১ এর ক্যামেরাম্যান নূরজ্জামান জুয়েল, প্রদীপ বিশ্বাস, মোঃ কামাল এম.টি.ভি ময়মনসিংহের প্রতিনিধি আয়ুব আলী, যমুনা টিভি হুসাইন সাহিদ, কাজী মুন্না, প্রমুখ।
EmoticonEmoticon