
মনোনেশ দাস ,২৬ মে ,২০১৫ ,মঙ্গলবার : ময়মনসিংহে গুচ্ছগ্রামে ডিসি । ময়মনসিংহে চরঈশ্বর দিয়া গুচ্চ গ্রামের মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন করেন ময়মনসিংহে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম ফয়জুল হক, এসিল্যান্ড মোঃ হুমায়ুন কবির, চর ঈশ্বরদিয়ার চেয়ারম্যান মোর্শেদ আলম জাহাঙ্গীর গুচ্চ গ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাচ্চু ও সোহানুর সোহান সহ গুচ্চ গ্রামের ভূমিহীন পরিবারের অনেকই উপস্থিত ছিলেন। উল্লেখ গত ১২/১০/১২ সনে চর ঈশ্বরদিয়ার গুচ্চ গ্রামের সম্প্রসারণ প্রকল্প (২) এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। জানা যায়ম দুই ধাপে গুচ্ছগ্রামে ১৪০টি পরিবারের বসবাসের সুযোগ হলো। এর আগে বৃহস্পতিবার সকালে চর ঈশ্বরদিয়া ভূমি অফিসটি পরিদর্শন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
EmoticonEmoticon