মনোনেশ দাস, ২৬ মে,মঙ্গলবার ,২০১৫ :তরুণী ধর্ষণের প্রতিবাদ ময়মনসিংহে । বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহে এর উদ্দ্যোগে মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবের সমূখে গারো আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠানে অবিলম্বে ধর্ষণকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি এড.বিকাশ রায়, কারিতাসের পরিচালক অপুর্ব মং, GS.TWA ময়মনসিংহের অরন্য চিরান, স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) এর সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, মি:ধরেশ চিরান, মহুয়া হাজং, হিল্লোল নকরেক, রওশনা আরা বেগম, শহীদ উল্লাহ, গারো নেত্রী কেয়া নকরেট প্রমুখ। উল্লেখ্য ২১শে মে রাজধানীর কুড়িলে চলন্ত মাইক্রোবাসে গারো আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরিশেষে বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করে।
EmoticonEmoticon