গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান বরখাস্ত


মনোনেশ দাস, ২৬ মে ২০১৫ ,মঙ্গলবার :গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান বরখাস্ত । ময়মনসিংহে গৌরীপুরে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত এক আদেশে একথা জানানো হয়। নাশকতা ও সন্ত্রাসের অভিযোগে এ জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। গৌরীপুর উপজেলার চেয়ারম্যান তায়েবুর রহমান হিরন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। স্থানীয় সরকার বিভাগের এ সার্কুলারে বলা হয়, যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হবে তাদেরই সাময়িক বরখাস্ত করা হবে।
Previous
Next Post »
Powered By Blogger