মনোনেশ দাস, ২৬ মে, মঙ্গলবার ,২০১৫ : ফুলবাড়ীয়ায় লাশ উদ্ধার । ফুলবাড়ীয়ায় শিশু নিহত । ফুলবাড়ীয়ায় নির্বাচনের নিউজ । বিস্তারিত ------ লাশ উদ্ধার---------- ময়মনসিংহে ফুলাবাড়ীয়া উপজেলার ফিশারীর পুকুর পাড় থেকে রোকেয়া খাতুন (৪০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। রোকেয়া নাওগাঁও ইউনিয়নের বাদীহাটি গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, মাছ কুড়াতে গেলে রোকেয়াকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। তারা জানান, গত রবিবার সকালে নাওগাঁও গ্রামের হাজী আব্দুল ছোবহানের ফিশারীতে মাছ কুড়াতে যায় রোকেয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বামী পরিত্যক্তা এ নারী ফিশারী থেকে মরা মাছ কুড়িয়ে গ্রামের বাড়ি-বাড়ি বিক্রি করতো। ------
ফুলবাড়ীয়ায় শিশু নিহত----------
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে এক পাগলের শারিরীক নির্যাতনে ৩ বছরের শিশু সাব্বির হোসেন সাগর নিহত হয়েছে।
আহত হয়েছে তার সহোদর বোন ঝুমা আক্তার (৬)। আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, কান্দানিয়া বাজার সংলগ্ন আনোয়ার হোসেন মঞ্জুর শিশু পুত্র সাগর (৩) তার বোন ঝুমা আক্তারের (৬) সাথে বাজারে আসার সময় খাইরুল (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধী তাদের গতিরোধ করে সড়কে আঁছড়িয়ে সাগরকে হত্যা করে। আহত অবস্থায় ঝুমা দৌড়ে আত্নরক্ষা করে।
এ ব্যাপারে নিহত শিশু সাগরের পিতা জানান, তার শিশু পুত্রকে মঙ্গলবার নতুন জামা কিনে দেয়ার কথা ছিল। নতুন জামা কেনার জন্য ভাইবোন মিলে বাজারে আসার সময় এঘটনা ঘটে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
--------ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান পদে ৬ জন সংরক্ষিত মাহিলা আসনে ১৬ জন প্রার্থী--------
মঙ্গলবার মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিনে ফুলবাড়ীয়া উপজেলা কালাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। পহেলা জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কালদাহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯১ জন।
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে পোরসভা সহ ১৩ টি ইউনিয়নে ৫ টি ভাগে (আসন) ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার নাওগাঁও, কুশমাইল,পুটিজানা ইউনিয়ন নিয়ে ১ নং আসনে প্রার্থী হয়েছেন ফিরোজা বেগম ও আছমা খাতুন। বালিয়ানম,দেওখোলা ও রাধাকানাই ইউনিয়ন নিয়ে ২ নং আসনে রেহেলা আক্তার লাইজু ,সুলতানা রাজিয়া ও মরিয়ম আক্তার। এনায়েতপুর, আছিম-পাটালী ও ভবানীপুর ইউনিয়ন নিয়ে ৩ নং আসনে জোসনারা খাতুন, আনোয়ারা বেগম, মোছাঃ এলিছ। বাক্তা, রাঙ্গামাটিয়া, কালাদহ ইউনিয়ন নিয়ে ৪ নং আসনে সালেহা খাতুন, রেহেলা খাতুন, রহিমা আক্তার ও নুর জাহান বেগম। পৌরসভা ও ফুলবাড়ীয়া ইউনিয়ন নিয়ে ৫ নং আসনে হাসিনা আক্তার, লিমা পারভিন ও আয়েশা সিদ্দিক প্রার্থী হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে আগমী ৩০ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৫ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে পৌরসভা সহ ১৩ ইউনিয়ন পরিষদের ৪২ জন সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে।
উল্লেখ্য, কালদহ ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান শাহাজাহন সিরাজ সাজুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারনে অনান্থা দেয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন।
EmoticonEmoticon