ফুলপুরে ২ শিশুর মৃত্যুতে এমপির শোক


মনোনেশ দাস, ২৫ মার্চ ,২০১৫ , সোমবার : ফুলপুরে ২ শিশুর মৃত্যুতে এমপির শোক । ময়মনসিংহে ফুলপুরে রঘুরামপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মুখলেসুর রহমানের ফুটফুটে ২শিশু কন্যা সুমা (৬) ও সুমাইয়া (৪) গত রোববার রাতে আকষ্মিক আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার হৃদয় বিদারক ঘটনা শুনে ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ আন্তরিকভাবে দুঃখ ও শোক প্রকাশ করেন। তিনি তাদের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত মুখলেসকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন। পুড়ে কয়লা হয়ে যাওয়া শোনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সুমা ও সহোদরা সুমাইয়াকে এক নজর দেখতে হাজার হাজার লোক তাদের বাড়িতে ভীড় জমায়। ফুলপুর থানা অফিসার ইন চার্জ মাজহারুল হক ও ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য দোয়া হয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger