ত্রিশালে নজরুল জন্মবার্ষিকী উদ্বোধন


মনোনেশ দাস, ২৫ মে, ২০১৫ , সোমবার : ত্রিশালে নজরুল জন্মবার্ষিকী উদ্বোধন । ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে কালে কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন মানবতা ও প্রেমের কবি ছিলেন। নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজে দের সমৃদ্ধ করে দেশ প্রেম ও সততা দিয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে। আজ সোমবার ময়মনসিংহের ত্রিশালে দরীরামপুরে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহিত জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। জন্মবার্ষিকী অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-২ এর সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, পুলিশ সুপার মঈনুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল। নজরুল স্মারক বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা। স্বাগত বক্তব্যে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান শাহীন। এর আগেবই মেলা অনুষ্ঠান স্থলে ফিতাকটে পায়ড়া ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন প্রধান অতিথি।
Previous
Next Post »
Powered By Blogger