তারাকান্দায় সোনালী ব্যাংক


মনোনেশ দাস, ২৫ মে, ২০১৫ , সোমবার :তারাকান্দায় সোনালী ব্যাংক । ময়মনসিংহে তারাকান্দায় উপজেলায় ৩ লাখ মানুষের আর্থিক লেন দেন ব্যাংকিং সেবার মান জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের ১২০৬তম তারাকান্দা শাখার শুভ উদ্বোধন বাংক কার্য্যালয়ের নতুন ভবনে ২৫মে সকালে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর-তারাকান্দার জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ। অনুষ্ঠানে ডিপুটি ম্যানেজার নূর মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লি: ময়মনসিংহের জেনারেল ম্যানেজার’স অফিস, জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ আলম খন্দকার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সোনালী ব্যাংক লি: প্রধান কার্যালয় ময়মনসিংহের এজিএম আলতাব হোসেন, তারাকান্দা উপজেলার মহিলা ভইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, নবগঠিত ব্যাংক শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন, তারকান্দার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামছুল আলম, সোনালী বাংক লি: ফুলপুর শাখার ম্যানেজার মোঃ হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লি: এর প্রিন্সিপাল অফিসার আতাউর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তরা বলেন এই শাখাটি উদ্বোধনের ফলে আজ মরহুম জাতীয় সংসদ সদস্য, প্রবীন, আওয়ামীলীগ নেতা শামছুল হকের স্বপ্ন পূরণ হয়েছে। এই এলাকার মানুষ ব্যবসায়ী লেন দেন ও চাকুরীজীবীদের বেতন ভাতার বিল অত্র শাখা থেকে উত্তোলন করতে পারবে। অচিরেই ব্যাংকটিকে সকল আধুনিক সেবার আওতায় আনা হবে। সোনালী ব্যাংকের সকল কর্মকান্ড এই শাখা থেকে গ্রহকদের প্রদান করা হবে বলে আশ্বস্থ করেন ব্যাংকের কর্মকর্তা গণ।
Previous
Next Post »
Powered By Blogger