ফুলবাড়ীয়ায় যোগাযোগে কর্মশালা


মনোনেশ দাস : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় যোগাযোগে কর্মশালা । আজ সোমবার নবকলি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এ ডি পি কর্তৃক আয়োজিত অর্থনৈতিক উন্নয়ন দল ও সমমনা সহায়ক প্রতিষ্ঠান সমূহের সাথে কার্যকরী যোগাযোগ অধিকতর গতিশীল করার জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এডিপি হল রুমে দিনব্যপী কর্মশালায় অর্থনৈতিক উন্নয়ন দল সমূহকে সেবাপ্রদানের মান উন্নয়ন বিষয়ক আলোকপাত করেন নবকলি প্রল্পের অর্তনৈতিক কর্মকতা জনাব এমদাদুল হক। নবকলি প্রকল্পের ১১টি উন্নয়ন দলের প্রতিনিধিদের সাথে অংশ গ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আশা, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, পারি সমাজ উন্নয়ন সংস্থা, সহ মোট ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
Previous
Next Post »
Powered By Blogger